ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলকে বিচ্ছিন্ন হয়ে না পড়তে যুক্তরাষ্ট্রের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, ডিসেম্বর ৩, ২০১১
ইসরায়েলকে বিচ্ছিন্ন হয়ে না পড়তে যুক্তরাষ্ট্রের পরামর্শ

নিউইয়র্ক: মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা।

এই বিচ্ছিন্নতা কমিয়ে আনতে তুরস্ক এবং মিশরের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করার জন্য ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন তিনি।



গত শুক্রবার রাজধানী ওয়াশিংটনে তিনি বলেন, এর জন্য অবশ্য ইসরায়েলকে একা দোষ দেওয়া যায় না। এই বিচ্ছিন্নতার জন্য আন্তর্জাতিক প্রচারণাও দায়ী আছে।

ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন প্যানেট্টা।

সেই সঙ্গে তিনি এও বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনও প্রতিশ্রুতিবদ্ধ এবং ইরানকে কখনই পরমাণু অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।

গত বছর থেকে ইসরায়েল তার বহুদিনের আঞ্চলিক নিরাপত্তা অংশীদারদের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই অবস্থাকে খুবই দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন প্যানেট্টা।

তিনি বলেন, সম্প্রতি আরব বসন্তের জোয়ারে দীর্ঘ দিন শাসন করা একাধিক প্রশাসকের পতন বিশেষ করে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অন্যতম অংশ মিশরে সরকার পতনের পর ইসরায়েলের যে উদ্বেগ তা বোধগম্য।

তবে প্রশাসনের এই পরিবর্তন আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ইসরায়েলের জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে বলে মত দেন তিনি।

এ লক্ষ্যে তুরস্ক, মিশর এবং জর্দানের কথা উল্লেখ করেন প্যানেট্টা। জর্দান একমাত্র আরব দেশ যে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে মিশরে হোসনি মোবারক সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

তবে নির্বাচনে ইসলামপন্থী দল বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা দেখে বেশ উদ্বিগ্ন এই ইহুদি রাষ্ট্রটি।

অপর দিকে গত বছর অবরুদ্ধ গাজা অভিমুখে একটি তুর্কি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলায় ৯ জন তুর্কি নিহত হওয়ার পর তুরস্কের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে মারাত্মক অবনতি ঘটেছে।

তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে ১৯৪৯ সালে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।