লন্ডন: অক্সফোর্ড অভিধানে এ বছরের সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘স্কুইজড মিডল (squeezed middle)’। এর পরই রয়েছে ‘আরব স্প্রিং’ এবং ‘অকুপাই’ শব্দ দুটির স্থান।
অভিধান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাবহুল এ বছরে এমন অনেক শব্দ ব্যবহৃত হয়েছে যেগুলোর নিজস্ব অর্থে বেশ গুরুত্বপূর্ণ ছিল। তাই চূড়ান্ত তালিকা থেকে সেরা শব্দ বাছাইটা একটু কঠিনই ছিল। তবে শেষ পর্যন্ত ‘স্কুইজড মিডল’ শব্দটিই বেছে নেওয়া হয়েছে।
নির্বাচকরা বলছেন, এ বছরটি বেশ চমক জাগানোর মতো মলিন-বিষণ্ণ। অর্থনৈতিক সঙ্কট, বিক্ষোভ-প্রতিবাদ এ বছর অন্যান্য ভাষাসহ ইংরেজি ভাষায় ভালমতো দাগ কেটে গেছে।
আরব বিশ্বের জটিল অবস্থা ব্যাখ্যার জন্য ‘আরব স্প্রিং’ সবচে ব্যাঞ্জনাময় বলে অভিহিত করা যেতে পারে। এর সমকক্ষ আর কোনও শব্দ কেউ উদ্ভাবন করতে পারেননি।
একই ভাবে ‘অকুপাই’ শব্দটি পুঁজিবাদের বিরুদ্ধে এতো বড় বিক্ষোভকে ভাষায় প্রকাশের সবচে নিখুঁত শব্দ বলেই গৃহিত-প্রচলিত হয়েছে।
নরম্যান ভাষা থেকে আসা অকুপাই শব্দটি মূল ইংরেজিতে সাধারণত ‘কোনও কিছুর দখল নেওয়া বা জব্দ করা’ অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এবছর শব্দটি পুঁজিবাদের বিরুদ্ধে সরাসরি এবং অপরিহার্য চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। পুরো বার্তাটাই এর মধ্যে নিহিত।
তবে মজার ব্যাপার হচ্ছে, ‘স্কুইজড মিডল’ শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড। এর মাধ্যমে তিনি সরকারের আরোপিত করের বোঝা বহনকারীদের বুঝিয়েছেন যারা সরকারি উদ্যোগে খুব কমই লাভবান হয়েছেন।
এটা এমন একটা অবস্থা, ক্ষতিগ্রস্তরা এ অবস্থায় থাকতে রাজি আছেন। তাদের আশা, তবুও যেনো অবস্থা তাদের বিরুদ্ধে না যায়।
বর্ষসেরা শব্দ হিসেবে একে বেছে নেওয়ার পেছনে এই উভয়সঙ্কট অবস্থাই সবচে বড় কারণ।
লুটিং, রায়টিং এবং ফোন হ্যাকিং শব্দগুলোও এ বছর ব্যাপক ব্যবহৃত এবং আলোচিত হয়েছে। তবে এগুলো নতুন কোনও শব্দ নয়। এর আগেও অনেক ব্যবহার হয়েছে।
গত গ্রীষ্মে লন্ডন দাঙ্গা নতুন কোনও শব্দ উপহার দিতে পারেনি। তবে আরেমিকানদের অভিধান থেকে ব্রিটিশ অভিধানে নতুন কিছু শব্দ এবার সবাইকে চমৎকৃত করেছে। ‘ফেডস (feds)’, ‘ফাইভ-ওহস (five-ohs)’ এবং ‘পো-পোস (po-pos)’ শব্দগুলি পুলিশের জন্য ব্যবহৃত হয়েছে।
যাই হোক, ঘটনাবহুল ২০১১ সালের সেরা শব্দ বাছাই করতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়েছেন নির্বাচকরা।
এর আগে ২০০২ সালে ব্লিং (bling) এবং ২০০২ সালে ‘অ্যাক্সিস অব ইভিল (axis of evil)’ শব্দ দুটি নির্বাচন করা অনেকটা সহজই ছিল। কারণ ওই সময়ে সবচে ব্যবহৃত শব্দ ছিল এ দুটো।
তবে ইংরেজি ভাষাভাষিদের উদ্ভাবিনী শক্তি দিন দিন কমে যাচ্ছে বলে হাতাশা প্রকাশ করেছেন অক্সফোর্ড অভিধানের সঙ্গে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১