ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনে বহিষ্কৃত কূটনীতিকদের তেহরানে ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, ডিসেম্বর ৩, ২০১১
ব্রিটেনে বহিষ্কৃত কূটনীতিকদের তেহরানে ফুলেল শুভেচ্ছা

তেহরান: ব্রিটেন থেকে বহিষ্কৃত ইরানি কূটনীতিকরা দেশে ফিরে এসেছে। তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি নাগরিকরা তাদের ফুলেল শুভেচ্ছা জানায় এবং স্লোগান দিয়ে উষ্ণ সংবর্ধনা দেয়।



শনিবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর বেরোয়, ব্রিটেন থেকে বহিষ্কৃত ২৫ জন কূটনীতিকের দলটি এদিন তেহরানের বিমানবন্দরে অবতরণ করে।

গত মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে বিক্ষুব্ধ ইরানি নাগরিকরা হামলা করে ভাঙচুর চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরানে ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয় ব্রিটেনের সরকার।

এদিকে, ব্রিটিশ সরকার লন্ডন থেকে ইরানি কূটনীতিকদের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ব্রিটেনের সঙ্গে সংহতি প্রকাশ করে এই ঘটনার প্রতিবাদ করে ফ্রান্স, জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডস ইরানে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়।

এছাড়া যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার পরপরই ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করে।

তবে তেহরানে সংঘটিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করে ইরানি সরকার। ইরান জানায়, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলোর বিরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে একদল ছাত্র এ ঘটনা ঘটিয়েছে।
 
এদিকে, তেহরানে ব্রিটিশ দূতাবাসে হামলা চালানোর পেছনে ইরানি নেতাদের ইন্ধন আছে বলে শুক্রবার মত প্রকাশ করেন  ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রোমিনিক চিলকট।

তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ইরান এমন কোনো দেশ নয়, যেখানে স্বাধীনভাবে কোনো বিক্ষোভ সমাবেশের আয়োজন করে একটি বিদেশি দূতাবাসে হামলা চালানো যায়। তাই এটা স্পষ্ট প্রতীয়মান যে, এই ধরনের কর্মসূচীতে অবশ্যই সরকারের কোনো না কোনো মহলের ইন্ধন ছিল। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।