কাবুল: আফগানিস্তানে তালেবান হামলায় ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স ( আইসাফ) এর সদস্য তিন বিদেশি সেনা নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার আফগানিস্তানের সহিংসতাপ্রবণ পূর্বাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিষ্ফোরণে এই তিন সেনা নিহত হয় বলে জানা যায়।
নিহত বিদেশি সেনাদের জাতীয়তা প্রকাশ করা হয় নি।
বোমা হামলার তিন সেনা নিহত হওয়ার ঘটনায় বিস্তারিত আর কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নি।
আফগানিস্তানে চলমান তালেবান বিরোধী লড়াইয়ে চলতি ২০১১ সালে আফগানিস্তানে এখন পর্যন্ত ন্যাটোর পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছে ।
দীর্ঘ এক দশকব্যাপী চলমান আফগান লড়াইয়ে বিদ্রোহী তালেবান বাহিনীর সঙ্গে ন্যাটোর অধিকাংশ সংঘর্ষের ঘটনা ঘটে পাকিস্তান সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলীয় এলাকায়।
বাংলাদেশ সময়: ২১৫৮ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১