ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ন্যাটো হামলার তদন্তে অংশ নেবে না পাকিস্তান: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, ডিসেম্বর ৩, ২০১১

ওয়াশিংটন: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ন্যাটো বিমান হামলায় নিহত ২৪ পাকিস্তানি সেনার মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পরিচালিত তদন্তে অংশ নেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি সরকার।

শুক্রবার পেন্টাগনের পক্ষ থেকে পাকিস্তানের প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



গত সপ্তাহে সংঘটিত এই বিমান হামলায় হতাহতের ঘটনায় পেন্টাগন পরিচালিত তদন্তে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ এতে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

বিমান হামলার ঘটনায় পেন্টাগন পরিচালিত তদন্তে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রত্যাখ্যানকে ইসলামাবাদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।

বিমান হামলায় পাক-সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান তীব্র প্রতিবাদ জানায় এবং একে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক মারাত্মক সংকটের মুখে পড়ে।

এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই পাকিস্তান তার দেশের ভেতর দিয়ে আফগানিস্তানে উদ্দেশে ন্যাটোর সরবরাহ রুট বন্ধ করে দেয় । এছাড়া সোমবার জার্মানির রাজধানী বন শহরে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে বিমান হামলায় পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র সমবেদনা প্রকাশ করলেও তারা এ ঘটনায় কোনো প্রকার ক্ষমা প্রার্থনা করবে না বলে স্পষ্ট ভাবে জানায়। তাদের মতে, বিমান হামলার ঘটনাটি এখনও তদন্তাধীন।

মার্কিন সেনাবাহিনীর এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ স্থানীয় কর্মকর্তারা পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী প্রতিষ্ঠান দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। কিন্তু সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় এই প্রচেষ্টা মারাত্মকভাবে বিঘ্নিত হলো।

এ ঘটনাকে কেন্দ্র করে পাক-সেনাবাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং দেশের জনগণের মধ্যে যুক্তরাষ্ট্র-বিরোধী অনুভূতি এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।