ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভোট গ্রহণ চলছে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, ডিসেম্বর ৪, ২০১১
ভোট গ্রহণ চলছে রাশিয়ায়

মস্কো: নিম্ন কক্ষের সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাশিয়াতে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত করা হবে নিম্ন কক্ষের প্রতিনিধিদের।

মোট ৪৫০টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
 
রাশিয়াতেই একমাত্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় কোনো আন্তর্জাতিক গ্রুপ সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে যায় না। একমাত্র গোলোস নামের একটি সংস্থা বাদে। তবে এই নির্বাচন নির্বাচনী আইন মেনে হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

গোলোসের প্রধান লায়লা সিভানোভা মস্কো বিমানবন্দরে তার কাছ থেকে ল্যাপটপ নিয়ে যাওয়া হলে তিনি ওই অভিযোগ করেন।

তবে সংসদীয় নির্বাচনে বর্হিবিশ্বের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

গোলোস একটি স্বতন্ত্র পর্যবেক্ষক দল। এই দলের কোনো সদস্যই রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে এই দলের বেশিরভাগ অর্থই দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ‌ইউনিয়ন।
 
এদিকে রাশিয়ার এমপি’রা গোলোসের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, কেন বৈদেশিক সহায়তা প্রাপ্ত একটি পর্যকেবক্ষক দল রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষন করবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।