বৈরুত: সিরিয়াতে সর্বশেষ সরকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ২৫জন বিক্ষোভকারী। সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনীর একাংশ বিক্ষোভকারীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে।
ইতোমধ্যেই আরব লীগ সিরিয়ার উপর অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের ব্যাপারে সম্মত হয়েছে। তবে একই সঙ্গে সিরিয়াতে সকল প্রকার সামরিক অবরোধের বিপক্ষেও নিজেদের অবস্থান জানায়।
চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ফুসে ওঠে সেদেশের জনগণ।
বিক্ষোভকারীরা আসাদের পতনের জন্য আন্দোলন চালিয়ে যেতে থাকে। সিরিয়ার হামা এবং হোমস শহরে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে বিগত মাসগুলোতে।
রক্তক্ষয়ী এ সংঘর্ষের একপর্যায়ে সিরিয়ার সেনাবাহিনীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কিছু সদস্য বিক্ষোভকারীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন। তারই অংশ হিসেবেই সম্প্রতি সেনাবাহিনীর একাংশ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে।
অবরোধের পরেও সিরিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, তুরস্কসহ আরব লীগের ২২টি সদস্য দেশ সিরিয়ার ওপর অবরোধ জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১