আটলান্টা: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন হারমান কেইন। দেশটির রিপাবলিকানদের হয়ে তিনি নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে কেইন ওই অভিযোগকে ‘মিথ্যা এবং অপ্রমাণিত’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি আরও বলেন, ‘এই ঘটনা আমার পরিবার এবং অমার স্ত্রী গ্লোরিয়াকে আহত করেছে। ’
তিনি আরও বলেন, ‘অনেক কিছু চিন্তা করে শেষমেষ আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করা থেকে নিজেকে সড়িয়ে নিলাম। কারণ বারংবার বিভিন্ন ধরণের অভিযোগ আর আঘাত আমাকে এবং আমার পরিবারকে আহত করছে। ’
কেইন এক বক্তৃতায় তার চারশ সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন। এসময় তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল।
ঠিক পাঁচদিন আগেই আটলান্টার নারী গ্রিঙ্গার হোয়াইট দাবি করে বলেছিলেন, ‘প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কেইনের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। ’
কেইন সভার শেষে বলেন, ‘আমি আমার ঈশ্বরকে নিয়ে শান্তিতেই আছি। আমি অামার স্ত্রীকে নিয়েও শান্তিতে আছি এবং আমার স্ত্রীও আমাকে নিয়ে শান্তিতে আছেন। ’
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১