ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দুকযুদ্ধে শিশু ও ২ সিআরপিএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
বন্দুকযুদ্ধে শিশু ও ২ সিআরপিএফ সদস্য নিহত প্রতীকী ছবি

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে গুলিবিব্ধ হয়েছে আরও দুই শিশু, এদের মধ্যে এক জন মারা গেছে।

শুক্রবার (২৮ জুন) রাজ্যের বিজাপুর জেলায় এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, সকালে কেশকুতুল গ্রামের কাছে সিআরপিএফ-পুলিশ যৌথ অভিযান শুরু করে।

হঠাৎ সশস্ত্র মাওবাদীরা তাদের ওপর হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।  

‘এতে সিআরপিএফের এক সহকারী উপ-পরিদর্শক, এক হেড কনস্টেবল নিহত হন। আরও এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। এসময় বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। ’ 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

একইদিন, ছত্তিশগড়ের রাজনন্দগাও জেলায় মহারাষ্ট্র সীমান্তের কাছে অভিযান চালিয়ে মাওবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।