দোহা: আরব লিগের আরেক দফা অবরোধের মুখোমুখি হতে যাচ্ছে সিরিয়া। বিক্ষোভ-সহিংসতায় অস্থির দেশটিতে পর্যবেক্ষক দল প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বেধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে রোববার।
এই ইস্যু নিয়ে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার কাতারে বৈঠক করেছেন। তারা বলেছেন, লিগের পরিকল্পনা মেনে নেওয়ার ব্যাপারে রোববার পর্যন্ত সিরিয়ার জন্য সময়সীমা বেধে দেওয়া ছিল।
কাতারের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, এখন দামেস্ক যদি এ ব্যাপারে কোনও সাড়া না দেয় তাহলে আরও নিষেধাজ্ঞা আরোপ হবে।
এর আগে গত সপ্তাহে শেষ হয়ে যাওয়া সময়সীমা উপেক্ষা করার কারণে সিরিয়ার বিরুদ্ধে আনা আরব লিগের অবরোধ প্রস্তাব পাস হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রীরা নিশ্চিত করেছেন।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত শনিবার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় ২৫ জন নিহেত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার কাতারে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম জাবর আল থানি বলেছেন, ‘আমরা সিরয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, তার সরকার প্রস্তাবিত চুক্তিতে রোববার সই করবে কি না। আর আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য এখনও অপেক্ষা করছি। ’
গত সপ্তাহে করা অর্থনৈতিক অবরোধ প্রস্তাব পাস হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এই অবরোধের মধ্যে রয়েছে, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ, সরকারের ১৯ জন কর্মকর্তা ও প্রেসিডেন্ট বাশারের অনুচরদের সম্পদ জব্দ এবং আরব দেশে তাদের ভ্রমণ নিষিদ্ধ করা।
সিরিয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কাতারি প্রধানমন্ত্রী থানি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১