বেইজিং: চীন সৌর প্যানেলের বিভিন্ন উপাদান সস্তায় বিক্রি করার কারণে যুক্তরাষ্ট্রের সৌর প্যানেল শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই দাবি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।
চীনের সস্তায় সৌর প্যানেল এবং সেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সৌর প্যানেল শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং হুমকির মুখে পড়ছে, এর পক্ষে শুক্রবার দ্য ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন ভোট দেয়।
এদিকে শনিবারের এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘চীন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে গভীর উদ্বিগ্ন। কারণ যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় শক্তিশালী কায়দা গ্রহন করছে। এতে করে বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একছত্র আধিপত্য বিস্তার করবে। ’
যুক্তরাষ্ট্রের ওই নীতিমালার প্রতি সতর্কতা উচ্চারণ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, ‘এ ধরনের সিদ্ধান্ত এই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করবে। যুক্তরাষ্ট্রের উচিত এ ধরণের পদক্ষেপ গ্রহন না করা। কারণ নতুন জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার যথেষ্ট অবকাশ আছে দুই দেশের। ’
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১