দুবাই: বাহরাইনের রাজধানী মানামায় ব্রিটিশ দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালের দিকে রাস রুম্মানে দূতাবাসে সামনে পার্ক করা একটি বাসে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের খবরটি টুইটারে জানিয়েছে মন্ত্রণালয়। কিন্তু তারা এর বিস্তারিত কিছু জানায়নি।
দূতাবাসের একজন মুখপাত্র বিস্ফোরণে ঘটনা নিশ্চিত করেছেন। তবে দূতাবাসকে লক্ষ্য করে কোনও হামলা কি না সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
একটি সূত্রে জানা গেছে, ওই অঞ্চলে শত শত শিয়া মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হচ্ছেন।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য লন্ডন মেট্রোপলিটন পুলিশ জন ইয়েটসকে নিয়োগ দেওয়া হচ্ছে- এমন খবর ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার একদিন পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
প্রসঙ্গত, ২০১০ সালের মার্চে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ব্রিটিশ দূতাবাসের কম্পাউন্ড লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষপ করেছিলেন। তবে ওই ঘটনায় কেই হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১