ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটিশ সেনার হাতে এক আফগান শিশু আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, ডিসেম্বর ৪, ২০১১
ব্রিটিশ সেনার হাতে এক আফগান শিশু আহত

কাবুল: দশ বছর বয়স্ক এক আফগান শিশুকে বেয়নেট দিয়ে কুপিয়ে আহত করেছে একজন ব্রিটিশ সেনা। অতিরিক্ত ভদকা(মদ) খাওয়ার পরে‌ই ওই সেনা এ কাজ করেছেন বলে জানা যায়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
 
গুলাম নবী নামের ওই শিশুকে আহত করার দায়ে গ্রেনাডিয়ার গার্ডসম্যান ড্যানিয়েল ক্রুককে ১৮ মাসের জেল দেওয়া হয়েছে।

প্রতিদিনকার মতো পেট্রোল টহলে যাওয়ার আগে ক্রুক বেশ মদ খায়। অতিরিক্ত মদ খাওয়ার কারণে অপর সেনাসদস্যরা তার কাছ থেকে তার রাইফেল কেড়ে নেয়। তখন তার কাছে ছিল শুধু দুটি গ্রেনেড এবং একটি বেয়নেট।

আফানিস্তানের হেলমন্দ প্রদেশের নাদ ই আলী জেলায় প্রত্যাহিক পেট্রোলে যাচ্ছিল তারা তখন।
 
আইনজীবির মতে, ‘ওই শিশুটি ক্রুকের কাছে চকলেট চেয়েছিল। আর এতে উত্তেজিত হয়ে ক্রুক শিশুটির কাধ ধরে বেয়নেট দিয়ে সরাসরি কিডনি বরাবর আঘাত করে। ’

এসময় পেট্রোলরত অন্য সেনাসদস্যরা ক্রুককে ধরে ফেলে এবং তাকে নিরস্ত্র করে। তবে সামরিক বিভাগের পুলিশ সদস্যরা ওই শিশুকে আহত করার বিষয়ে ক্রুককে জিজ্ঞাসাবাদ করা হলে সে কিছুই বলতে পারেনি।

শিশুটির বাবা হাজী শাহজাদা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন আমার সন্তানকে ব্রিটিশ সেনা আক্রমন করলো। আর এঘটনায় তারা কোনো প্রকার ক্ষমাও চায়নি। গুলাম এখনও আহত অবস্থায় পড়ে আছে। সে স্কুলে যেতে পারছে না। ’

তিনি আরও বলেন, ‘তারা অফগানিস্তানে আছেন এই দেশটির পুনর্গঠনের জন্য, একজন নিরপরাধ শিশুকে কোপানোর জন্য নয়। ’

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।