ব্রাসিলিয়া: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানি এবং ১৩ জন আহত হয়েছে।
গত শনিবার পাহাড়ী রাস্তা থেকে আরোহী সমেত একটি যাত্রীবাহী বাসের ওপর একটি মাল বোঝাই ট্রাক্টর ট্রেইলার আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় অবস্থিত শহর মিরাকলের নিকটে এই দুর্ঘটনা ঘটে বলে রোববার স্থানীয় পুলিশ জানিয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রেইলার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ওপর থেকে নিচের সড়কে যাত্রীবোঝাই বাসের ওপর আছড়ে পড়ে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১