রাচি: ভারতের মাওবাদী শীর্ষ নেতা কিষেণজিকে ‘হত্যা’র প্রতিবাদে মাওবাদীদের ডাকা ভারতবন্ধের প্রথম দিন অতিবাহিত হলো রোববার। এদিন মাওবাদীরা ঝাড়খণ্ডের দু’টি জেলায় রেললাইন উড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে ।
এছাড়া গত শনিবার মধ্যরাতে বন্ধ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাওবাদীরা ঝাড়খণ্ডের স্বতন্ত্র সংসদ সদস্য এবং রাজ্য বিধান সভার সাবেক স্পিকার ইন্দোর সিং নামধারীর গাড়ি বহরে হামলা চালায়। হামলায় ইন্দোর সিংয়ের গাড়ি বেঁচে গেলেও তার প্রহরার দায়িত্বে থাকা পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হয়।
ঝাড়খণ্ডের পুলিশ সুপার কুলদীপ দিওয়াদি জানান, রোববার বেলা ৩টার দিকে একদল মাওবাদী বকরো জেলায় অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় কেন্দ্রীয় রেল বিভাগের গোমিয়া এবং ডুমরি রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনের একটি অংশ দূর নিয়ন্ত্রিত বোমার সাহায্যে উড়িয়ে দেয়।
এছাড়া মাওবাদীদের অপর একটি দল লাতেহার জেলার হেহেগারা এবং চিপাদোহার রেলওয়েস্টেশনের মধ্যবর্তী রেললাইনের একটি অংশ বোমা দিয়ে উড়িয়ে দেয় বলে জানিয়েছে লাতেহার পুলিশ।
গত নভেম্বরে ভারতের পশ্চিমবঙ্গে সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে মাওবাদীদের শীর্ষ সামরিক নেতা কিষেণজি নিহত হওয়ার প্রতিবাদে মাওবাদীদের ডাকা বন্ধ রোববার শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১