তেহরান: ইরানের সামরিক বাহিনী একটি মার্কিন ড্রোন (মনুষ্যবিহীন গোয়েন্দা বিমান) ভূপাতিত করেছে বলে দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আলম রোববার সামরিক বাহিনীর একটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সামরিক বাহিনী ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি আমেরিকান আরকিউ-১৭০ ড্রোন বিমান উত্তররাঞ্চলে ভূপাতিত করেছে।
এদিকে ইরানের বার্তাসংস্থা ফার্স জানিয়েছে, বিমানটি এখন ইরানের সামরিক বাহিনীর হেফাজতে রয়েছে।
ইরানের সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ পরিচালনাকারী একটি ইউনিট বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে একে মাটিতে নামিয়ে আনে বলে জানিয়েছে তারা।
তবে এ খবরের সত্যতা কোনও নিরেপক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের এই দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের চলমান বিবাদের পটভূমিতে এই ঘটনার খবর পাওয়া গেল।
পশ্চিমাদের দাবি ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু ইরান এ অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। তাদের দাবি, এই পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১