কুয়েটা: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শামসি বিমানঘাঁটি খালি করার কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি থেকে মার্কিন নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য রোববার যুক্তরাষ্ট্রের একটি মার্কিন বিমান পৌঁছেছে।
পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
গত ২৬ নভেম্বর পাকিস্তানের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর বিমান হামলায় ২৮ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর শামসি বিমানঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দেয় পাকিস্তান। এই বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র পাক-আফগান সীমান্তে ড্রোন হামলা পরিচালনা করত।
ঘাঁটিতে রোববার বিমান অবতরণকে কেন্দ্র করে এলাকাটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশপশের এলাকার অধিবাসীদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।
নিরাপত্তার কারণে ঘাঁটিতে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১