বার্লিন: জার্মানির কোবলেঞ্জ শহর থেকে শেষমেষ সফলভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার দুইটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। ভয়াবহ এই বোমার বিস্ফোরণ থেকে শহরবাসীকে বাঁচাতে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে অন্যত্র সড়িয়ে ফেলা হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে এটাই সবচেয়ে বড় বোমা পাওয়ার ঘটনা। এ ঘটনা সামলাতে আড়াই হাজার পুলিশ সদস্য, অগ্নি নির্বাপক বাহিনী এবং চিকিৎসককে মোতায়েন রাখা হয়েছিল পুরো শহর জুরেই।
বোমা বিশেষজ্ঞরা সফলভাবেই ১.৮ টন ওজনের একটি ব্রিটিশ বোমা এবং ২৭৫ পাউন্ড ওজনের একটি যুক্তরাষ্ট্রের বোমা নিষ্ক্রিয় করেছে।
অগ্নি নির্বাপক দলের মুখপাত্র হেইকো ব্রেইটবার্থ বলেন, ‘ গত মাসে অনাবৃষ্টির কারণে রাইন নদীর পানি কমে যাওয়ায় এই বোমা দুইটির সন্ধান পাওয়া যায়। ’
শহরের ওয়েবসাইটে বলা হয়, ‘বোমা পাওয়ার স্থান থেকে দুই কিলোমিটারের মধ্যে কমবেশি ৪৫ হাজার বাসিন্দা বসবাস করে। ওই অঞ্চলের বাসিন্দারা রোববার সকালের দিকেই নিজ বাড়ি ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যায়। কিন্তু সন্ধ্যার দিকেই আবার তাদের বাড়িতে ফিরে আসতে বলা হয়। ’
বিশেষজ্ঞদের দাবি, ওই ব্রিটিশ বোমাটি ফাটলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো। বিশেষজ্ঞ হর্স্ট লেঞ্জ বলেন, ‘আমি আমার কাজ শেষ করেছি। আর কিছু বাকি নেই। ’
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১