ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্যাপক সমর্থন হারিয়েছে পুতিনের পার্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, ডিসেম্বর ৫, ২০১১
ব্যাপক সমর্থন হারিয়েছে পুতিনের পার্টি

মস্কো: রাশিয়ার সংসদীয় নির্বাচনে ভ্লাদিমির পুতিনের দল ব্যাপক আকারে সমর্থন হারিয়েছে তার সমর্থকদের কাছ থেকে।  

রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে এর আগে জানানো হয়, ‘ইউনাইটেড রাশিয়া দুমা নির্বাচনে জিততে পারে।

কিন্তু মাত্র ৪৮ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে। ২০০৭ সালের নির্বাচনে তারা পেয়েছিল ৬৪ দশমিক তিন শতাংশ। ’

যার ফলে এখনও বলা যাচ্ছে না, ইউনাইটেড রাশিয়া পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কিনা।

এক নির্বাচনী ফলাফলে দেখা যায়, ২০০৩ সাল থেকেই নিম্ন কক্ষের ২২০ টি আসনেই একছত্র আধিপত্য করেছে ইউনাইটেড রাশিয়া।

প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘দুমার নির্বাচনী ফলাফল যদি আসলেই জটিল হয়ে যায়, তাহলে আমরা নির্দিষ্ট কিছু ইস্যুর ভিত্তিতে জোট গঠন করতে পারি। সংসদীয় গণতন্ত্রে এটা হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ’

যদি ফলাফল নিশ্চিত হওয়া যায়। তাহলে পুতিনের জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা হবে বলে অনেকেই মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।