মস্কো: রাশিয়ার সংসদীয় নির্বাচনে ভ্লাদিমির পুতিনের দল ব্যাপক আকারে সমর্থন হারিয়েছে তার সমর্থকদের কাছ থেকে।
রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে এর আগে জানানো হয়, ‘ইউনাইটেড রাশিয়া দুমা নির্বাচনে জিততে পারে।
যার ফলে এখনও বলা যাচ্ছে না, ইউনাইটেড রাশিয়া পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে কিনা।
এক নির্বাচনী ফলাফলে দেখা যায়, ২০০৩ সাল থেকেই নিম্ন কক্ষের ২২০ টি আসনেই একছত্র আধিপত্য করেছে ইউনাইটেড রাশিয়া।
প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘দুমার নির্বাচনী ফলাফল যদি আসলেই জটিল হয়ে যায়, তাহলে আমরা নির্দিষ্ট কিছু ইস্যুর ভিত্তিতে জোট গঠন করতে পারি। সংসদীয় গণতন্ত্রে এটা হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ’
যদি ফলাফল নিশ্চিত হওয়া যায়। তাহলে পুতিনের জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা হবে বলে অনেকেই মনে করছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১