নিউইয়র্ক: ইরানের পারমাণবিক কার্যক্রম ক্রমেই উদ্বেগজনক হয়ে দাড়াচ্ছে এবং এই সমস্যা নিরসনে কূটনৈতিক হস্তক্ষেপ দরকার বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ উপদেষ্টা রবার্ট এইনহর্ণ বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে এখনও কোনো সামরিক পদক্ষেপ গ্রহন করেনি।
তবে ইরান সকল অভিযোগ অস্বীকার করে জানায়, ‘ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি কোনো প্রকার হামলা চালায় তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে। ’
রবার্ট আরও বলেন, ‘ইরান আন্তর্জাতিক আইন ও নিয়ম মানছে না। এটা একটা অস্পৃশ্য রাষ্ট্রে পরিণত হচ্ছে। ’
ইরান পরিস্থিতি দিনে দিনে ঘোলোটে হচ্ছে। তাদের পরমাণু কার্যক্রম বন্ধে বেঁধে দেওয়া সময়সীমা কমে আসছে। কিন্তু কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই জরুরী ভিত্তিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময় এসে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১