ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেইজিংয়ে ধোঁয়াশা: শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, ডিসেম্বর ৫, ২০১১
বেইজিংয়ে ধোঁয়াশা: শতাধিক ফ্লাইট বাতিল

বেইজিং: চীনের রাজধানী বেইজিংয়ে ভয়াবহ ধোঁয়াশার (ধোঁয়া ও কুয়াশা) কারণে কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।



টেলিভিশনটির ওয়েবসাইটে জানানো হয়েছে, সোমবার দুপুরে ১৩২টি অভ্যন্তরীণ এবং ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিন সকাল থেকেই বেইজিং এবং চীনের উত্তরাঞ্চলের মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

গত রোববার থেকে রাজধানী বেইজিংয়ে ধোঁয়াশা শুরু হয়েছে, সোমবারও তা অব্যাহত রয়েছে। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর বেইজিং ক্রমেই অন্ধকার হয়ে যাচ্ছে।

বেইজিংয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, সোমবার বেইজিংয়ের বাতাস ভয়াবহ রকমের ঝুঁকিপূর্ণ।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া বলছে, এখানে বায়ু দূষণ সম্ভবত বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, গত রোববার প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে বিশ্বের দূষিততম শহরগুলোর মধ্যে বেইজিং একটি। অতিমাত্রায় জ্বালানি খরচের কারেণ শহরটি ক্রমেই বসবাস অনুপেযোগী হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।