বেইরুত: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়াতে আরব লিগের পর্যবেক্ষক দল প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে সিরীয় সরকার।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি সোমবার জানিয়েছেন, আরব লিগের পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ মানতে রাজি হয়েছে দামেস্ক।
৮ মাস ধরে চলা রাজনৈতিক সঙ্কট নিরসন প্রচেষ্ঠার অংশ হিসেবে আরব লিগের উদ্যোগে এই প্রথম সাড়া দিল সিরিয়া।
মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেম আরব লিগের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। রোববার রাতেই সম্মতিসূচক একটি পত্র লিগের প্রধান নাবিল এল আরাবির নিকটে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে সঙ্কট নিরসনে সংগঠনের পরিকল্পনা মেনে নিতে সিরিয়াকে রোববার নতুন করে একদিন সময়সীমা বেঁধে দেয় আরব লিগ। বিরোধীদের ওপর সরকারের সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করার জন্য একটি পর্যবেক্ষক দল পাঠানোর দাবি করে আসছে আরব লিগ।
তবে সিরিয়ার এই সম্মতির ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি আরব লিগ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১