মস্কো: রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ নির্বাচনে ভোট গ্রহণ হলো গত রোববার। বেশ উৎসাহের সঙ্গেই ভোট দিয়েছেন ভোটাররা।
এদিন মহাশূন্যবাসী দুই নভোচারী আন্তোন শকপ্লোরভ এবং আনাতোলি আইভানিশিনও ভোট দিয়েছেন।
এই দুই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি মিশনে রয়েছেন। সংবাদ মাধ্যম ভয়েস অব রাশিয়া রাশিয়ার মিশন নিয়ন্ত্রণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুই নভোচারী নভোচারী প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি এবং তাদের ট্রাস্টি দিমিত্রি ঝুকভের মাধ্যমে নির্বাচনে ভোট দিয়েছেন।
ঝুকভ মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রে এসে তাদের সঙ্গে যোগাযোহ স্থাপন করেন। তারা আইএসএস থেকে তাদের পছন্দের রাজনৈতিক দলের নাম তাকে জানিয়ে দেন।
পরে ঝুকভ নথি আকারে তৈরি ব্যুলেটিন ভোটের ব্যালট বাক্সে ফেলেন।
এদিকে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে ব্যাপক ব্যালট জালিয়াতির অভিযোগ উঠেছে। রাশিয়াতে এক কোটি ১০ লাখ ভোটার রয়েছেন।
রোববারের নির্বাচনে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া সংখ্যা গরিষ্ঠতা পেলেও দলটি আগের তুলনায় জনপ্রিয়তা ব্যাপকভাবে হারিয়েছে বলে ভোট গণনায় জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১