বন: মার্কিন ড্রোন (মনুষ্যবিহীন বিমান) ভূপাতিত করার ইরানি দাবির পর আফগানিস্তানে অভিযানরত ন্যাটো সামরিক বাহিনী স্বীকার করেছে, এটা তাদেরই হতে পারে। গত সপ্তাহের শেষ নাগাদ পশ্চিম আফগানিস্তানে গোয়েন্দাবৃত্তিতে নিয়োজিত একটি ড্রোন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছে তারা।
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (ইসাফ) জানায়, গত সপ্তাহের শেষের দিকে পশ্চিম আফগানিস্তানে নিয়ন্ত্রণ হারানো ড্রোনটিই সম্ভবত ইরান তাদের কব্জায় নিয়েছে।
গত রোববার রাতে ইসাফ এক বিবৃতি এ কথা জানায়।
এই সংক্রান্ত বিবৃতিটি কাবুলে ইস্যু করা হলেও এটি জার্মানির বনে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সাংবাদিকদের সরবরাহ করা হয়।
তবে ভূপাতিত ড্রোনটি ইরানি বাহিনীর জোর করে নামিয়ে আনার দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। এ দাবির পক্ষে নিশ্চিত কোনও প্রমাণ নেই বলে তারা জানান।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যার দিকে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল আলাম জানায়, ইরানের সামরিক বাহিনী একটি মার্কিন ড্রোন গোয়েন্দা বিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করলে তারা তা মাটিতে নামিয়ে আনে।
ইরানের সেনা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ বার্তাসংস্থা ফারস জানায়, সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের একটি সাইবার ওয়ারফেয়ার ইউনিট বিমানটির নিয়ন্ত্রণ নেয় এবং একে মাটিতে নামিয়ে আনে।
অবতরণের সময় সামান্য ক্ষতিগ্রস্ত বিমানটি বর্তমানে সামরিক বাহিনীর হেফাজতে রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১