ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সের পরমাণু কেন্দ্রে গ্রিনপীস কর্মীদের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, ডিসেম্বর ৫, ২০১১
ফ্রান্সের পরমাণু কেন্দ্রে গ্রিনপীস কর্মীদের অনুপ্রবেশ

প্যারিস: সোমবার ফ্রান্সের একটি পরমাণু কেন্দ্র অনুপ্রবেশ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপীস। পারমাণবিক শক্তির ভয়াবহতাকে তুলে ধরার জন্যই এই পরিদর্শন বলে জানানো হয় সংগঠনটি থেকে।


 
গ্রিনপীস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্যারিস থেকে ৯৫ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলের নজেন সুর সেইন পরমাণু কেন্দ্রে আমাদের কয়েকজন কর্মী প্রবেশ করেছে। কারণ পারমাণবিক শক্তির মতো নিরাপদ শক্তি আর নেই এই বার্তা পৌছে দিতেই এ সফর। ’
 
ফ্রান্স পুলিশ সূত্র পরমাণু কেন্দ্রে গ্রিনপীস কর্মীদের প্রবেশ নিশ্চিত করে জানায়, ‘মোট আটজন কর্মী পরমাণু কেন্দ্রে প্রবেশ করেছে। ’

গ্রিনপীস মুখপাত্র এ্যাক্সেল রেনুদিন বলেন, ‘একদল জঙ্গি পারমাণবিক কেন্দ্রের দেয়াল বেয়ে এর একটি গম্বুজের গায়ে ‘পারমাণবিক শক্তি ততটা নিরাপদ নয়’ বলে ব্যানার টানিয়ে দেয়। ’

গ্রিনপীসের পরমাণু বিশেষজ্ঞ সোফিয়া মাজনোনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ফ্রান্সের পারমানবিক কেন্দ্রগুলো যে নিরাপদ তা দেখানো। এই কেন্দ্রগুলোতে খুব সহজেই আমরা ঢুকতে পারল‍াম। ’

তবে পারমানবিক কেন্দ্র যাদের নিয়ন্ত্রনে সেই ইডিএফ এবিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি।
 
তবে ফ্রান্সের শিল্পমন্ত্রী এরিক বেসন জানায়, ‘পরমাণু কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ যদি নিশ্চিত হয়, তাহলে এটা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। সম্ভবত তারা ঢুকতে পেরেছে। আর সেজন্য আমি অনেকটাই বিস্মিত। কারণ আমাদের নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর। ’
 
প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির উপদেষ্টা হেনরি গুয়াইনো বলেন, ‘পরিবেশবাদী কর্মীদের অনুপ্রবেশ দায়িত্বজ্ঞানহীন। কিন্তু এটা পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।