ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সবচে ব্যয়বহুল কার দুর্ঘটনা!

জাহাঙ্গীর আলম, নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ডিসেম্বর ৫, ২০১১
সবচে ব্যয়বহুল কার দুর্ঘটনা!

টোকিও: আটটি ফেরারি, তিনটি মার্সিডিজ বেনজ, একটি লামবোরঘিনি এবং আরও কয়েকটি রেসিংকার একই জায়গায় দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে।

যেসব ব্র্যান্ডের গাড়ির নাম বলা হলো তাতে নিঃসন্দেহে একে বিশ্বে এযাবত কালের সবচে ব্যয়বহুল কার দুর্ঘটনা বলা যাবে।



দুর্ঘটনাটি ঘটেছে গত রোববার জাপানের দক্ষিণাঞ্চলীয় ইয়ামাগুচি প্রশাসনিক এলাকায়। কেউ হতাহত হয়নি তবে ছয় ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অনুমান করেছে, চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়িগুলোর একত্রে মূল্য দাঁড়াবে কমপক্ষে ৩ কোটি ইয়েন বা ৩৮ লাখ ৫০ হাজার ডলার।

এই স্পোর্টস কারগুলির একটি বহর নিয়ে হিরোশিমার দিকে যাচ্ছিলেন কয়েক জন সৌখিন কারপ্রেমী।

পুলিশ ধারণা করছে, এদের মধ্যে ফেরারি ব্র্যান্ডের একটি গাড়ির চালক হুট করে লেন পরিবর্তন করতে গেলে দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একসঙ্গে কয়েকটি গাড়ি ঘণ্টায় ১৪০-১৬০ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছিল। হঠাৎ একটি গাড়ি উল্টে গেল আর সঙ্গে সঙ্গে অন্যগুলো সেটির উপর গিয়ে আছড়ে পড়ল।

পুলিশ জানায়, গাড়িগুলোর ১০ জন আরোহী সামান্য আঘাত পেয়েছেন। কয়েকটি গাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো আর সারানোর মতো অবস্থায় নেই।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।