কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮ জনে। এছাড়াও আহত হয়েছে অন্তত একশ জন।
অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির বলেন, ‘বোমা হামলায় অনেকেই নিহত হয়েছেন। এখন পর্যন্ত চল্লিশের অধিক নিহতের সংখ্যা নিশ্চিত করা গেছে। তবে আহত অনেককেই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ’
পুরো মিছিল জুরেই কয়েক দফা বোমা হামলা হয়। বোমা হামালায় নারী-পুরুষসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও নিহত হয়েছে। এই হামলার দায়-দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর দৌহিত্র ও খুলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা হযরত আলীর (রা:) পুত্র ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা এদিন কারবালা ময়দানে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন।
এই শোকাবহ ঘটনা স্মরণ করে প্রতিবছর মুসলিম ধর্মাবলম্বীরা ভাবগম্ভীর্যের সঙ্গে আশুরা অনুষ্ঠান পালন করে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১১