ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার বিরোধীদের সঙ্গে জেনেভায় বসবেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, ডিসেম্বর ৬, ২০১১
সিরিয়ার বিরোধীদের সঙ্গে জেনেভায় বসবেন হিলারি

জেনেভা: সিরিয়ার বিরোধীদের সঙ্গে জেনেভায় আলোচনায় বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট বাশ‍ার আল আসাদের বিরুদ্ধে আট মাস ধরে বিক্ষোভরত আন্দোলনের প্রতি সংহতি জানাতেই এই আলোচনা হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।



বিগত মার্চ মাস থেকে আসাদের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদে এপর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি জাতিসংঘের।

জাতিসংঘের মানবতা বিষয়ক ফোরাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। আন্দোলনে নিহত ছাড়া ১৪ হাজার বিক্ষোভকারীকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছে সিরিয়ার সেনাবাহিনী।  

তবে সিরিয়ার কর্তৃপক্ষ বলছে তারা বৈদেশিক সাহায্য প্রাপ্ত সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বৈদেশিক শক্তিগুলো দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ লাগাতে চাইছে বলেও কর্তৃপক্ষ জানায়। মার্চ থেকে শুরু হওয়া আন্দোলনে এক হাজার একশ সৈনিক নিহত হয়েছে বলেও তারা দাবি করে।

জেনেভায় সিরিয়ার বিরোধী দলের সাতজন সদস্যের সঙ্গে আলোচনায় বসবেন হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন এবং তুরস্ক ইতোমধ্যেই সিরিয়ার ওপর অবরোধ আরোপ করেছে। অপরদিকে আরব লীগ ক্রমাগত সিরিয়ার আসাদ সরকারের ওপর ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।