ইসলামাবাদ: বিশ্বাস করুন আর নাই করুন, সীমান্ত অতিক্রম করার সময় ভারত-পাকিস্তান সীমান্তে ধরা খেয়েছে এক বানর।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করার সময় পাকিস্তানি সীমান্তরক্ষীরা বানরটি ধরে ফেলে।
তবে বানরটি এখন জেলখানার নয়, ভাওয়ালপুর চিড়িয়াখানায় বহাল তবিয়তে খাঁচায় বসে খাবার চিবাচ্ছে। কর্মকর্তারা ওর নাম দিয়েছেন ‘ববি’।
পাকিস্তানের এক্সপ্রেস নিউজ চ্যানেল জানায়, বানরটি বণ্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়ে গেছে।
ভাওয়ালপুর জেলার চলিস্তান এলাকার স্থানীয় বাসিন্দারা বানরটি ধরার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হওয়ায় তারা বণ্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেয়। এরপরেই তারা অনেক চেষ্টার পর বানরটি ধরে ফেলে।
গত বছরের মে মাসে ভারত একটি কবুতর আটক করে। এমনকি ওই কবুতরটি পাহারা দেওয়ার জন্য স্বশস্ত্র প্রহরীও রাখা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় সেনারা কবুতরটি আটক করে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১১