টোকিও: এশিয়ার অন্য সব শহরগুলোর চেয়ে জাপানের শহরগুলোর জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি। মঙ্গলবার এক জরিপে এতথ্য প্রকাশিত হয়।
মানব সম্পদ বিষয়ক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের করা জরিপে আরও বলা হয়, এশিয়ার ব্যয়বহুল শহরগুলোর মধ্যে প্রথমেই আছে টোকিও, নাগাওয়া, ইয়োকোহামা এবং কোব। এছাড়া বিশ্বের অন্যান্য ব্যয়বহুল শহরগুলোর মধ্যে টোকিও অন্যতম।
সংগঠনটির আঞ্চলিক প্রধান লে কুয়ান একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘গত ১২ মাসে ইয়েনের মূল্য ডলারের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। যার কারণে এখানে জীবনযাত্রার মানও অনেক বেড়েছে। সামগ্রিক বাজারের ওপরই এর প্রভাব পড়েছে। এখনও ক্রমেই ইয়েনের মূল্য বাড়ছে। ’
যদিও ভয়াবহ সুনামির মোকাবেলা করতে হয়েছে আমাদের। আর এতে করে আমাদের সরবরাহ চক্রে মোটামুটি একটা প্রভাব পড়েছে। কিন্তু তারপরেও মানুষকে সুপার মার্কেটগুলোতে বেশ চড়া মূল্যই দিতে হচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১১