ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইংল্যান্ড সফর বাদ দিয়েই দেশে ফিরলেন কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, ডিসেম্বর ৭, ২০১১
ইংল্যান্ড সফর বাদ দিয়েই দেশে ফিরলেন কারজাই

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুল এবং উত্তরের শহর মাজার-ই-শরীফে বোমা হামলার ঘটনার পর ইংল্যান্ড সফর বাদ দিয়েই দেশের ফিরেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

শিয়া মুসলিমদের তাক করে চালানো এ হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে।



কাবুলের একটি ধর্মীয় স্থানে শিয়া মুসলিমদের ওপর চালানো এ আত্মঘাতি হামলায় কমপক্ষে ৫৪ জন এবং একই সময় মসজিদ-ই-শরীফে চালানো হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে।

কাবুলের এ হামলার মধ্য দিয়ে সম্প্রদায়গত সংঘাত আবারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির বন শহরে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের পর কারজাইয়ের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল।

হামলার পর তিনি বলেন, আফগানিস্তানের ইতিহাসে এটাই প্রথম যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে সন্ত্রাসীরা এ ধরনের হামলা করলো।

শিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে, যে দিন আফগানিস্তানে সরকারি ছুটি থাকে, এ বোমা হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।