ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় বিরোধী নেতাসহ গ্রেপ্তার ২৫০ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪২, ডিসেম্বর ৭, ২০১১
রাশিয়ায় বিরোধী নেতাসহ গ্রেপ্তার ২৫০ জন

মস্কো: রাশিয়ায় রাজধানী মস্কোর একটি বিক্ষোভ সমাবেশ থেকে মঙ্গলবার বিরোধী দলীয় নেতাসহ কমপক্ষে ২৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সিএনএন-এর।



বিক্ষোভকারীরা রোববারের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সন্তুষ্ট না হতে পেরে মস্কোয় মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আগেই রাশিয়ার বিরোধী দলীয় এক নেতাকে সরকার বিরোধী র‌্যালি থেকে আটক করে বলে সিএনএন-এর এক সংবাদে বলা হয়।

রাশিয়ার বিরোধী দল ফেসবুক ও টুইটারের মাধ্যমে ‘বিপ্লব কি চলছে? হ্যাঁ’ এমন শিরোনামে তাদের সমর্থকদের ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।