ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জারদারি পদত্যাগ করতে পারেন: মার্কিন সাময়িকী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, ডিসেম্বর ৭, ২০১১
জারদারি পদত্যাগ করতে পারেন: মার্কিন সাময়িকী

ঢাকা: অসুস্থতার কারণে পদত্যাগ করতে পারেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

বুধবার সকালে পাকিস্তানের দৈনিক দ্য ডনে এ খবর প্রকাশ করা হয়েছে।



যুক্তরাষ্ট্র সরকারের সাবেক একজন কর্মকর্তার বরাত দিয়ে ওই সাময়িকীতে বলা হয়েছে, ওয়াশিংটন জানতে পেরেছে যে, জারদারির মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে চিকিৎসা নিতে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে দুবাইয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রের ওই সাময়িকীতে আরও দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে আলাপ করার সময় জারদারি অসংলগ্ন হয়ে পড়েন। পাকিস্তানের সামরিক তল্লাশিচৌকিতে ন্যাটো হামলায় ২৪ জন পাক-সেনা নিহত হওয়ার ঘটনা নিয়ে কথা বলেন বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের সাবেক ওই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘গলার ফাঁসটা আরও শক্ত আঁট হয়ে যাচ্ছে। এটা কেবল সময়ের ব্যাপার। ’ তিনি ইঙ্গিত দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের ভেতরে এই ধারণা পোক্ত হচ্ছে যে, জারদারি ক্ষমতা থেকে সরে যেতে পারেন।

তবে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেতা ও সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী শাজিয়া মারি জারদারির পদত্যাগের খবরটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য প্রেসিডেন্ট জারদারি দুবাইয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।