ওয়াশিংটন: সিরিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতায় কয়েক হাজার মানুষের প্রাণহানির দায় অস্বীকার করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
এক মার্কিন সাংবাদিককে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ওপর নিপীড়নের জন্য তাকে অভিযুক্ত করা যাবে না।
গত সোমবার নেওয়া এক সাক্ষাৎকার মঙ্গলবার মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নয় মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে সরকারের দমনমূলক আচরণের বিশ্বব্যাপী অব্যাহত নিন্দার প্রেক্ষিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন আসাদ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী এ যাবত সিরিয়ায় কমপক্ষে ৪ হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।
আসাদ বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট। আমি তো সিরিয়ার মালিক নই। সুতরাং তারা আমার বাহিনী নয়। ’
তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের দমনের পরিকল্পনা করা এবং কিছু কর্মকর্তার ভুল সিদ্ধান্ত এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে অনেক বড় পার্থক্য। ’
আসাদের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, সহিংসতা বন্ধের জন্যে তার সামনে অনেক পথ খোলা ছিল।
তিনি বলেন, ‘আসাদ কিছু লুকানোর চেষ্টা করছেন। তিনি দাবি করছেন, নিজের দেশেই তিনি কোনও ক্ষমতার ব্যবহার করছেন না। ’
উল্লেখ্য, আসাদের পরিবার প্রায় চার দশক ধরে কঠোর হস্তে সিরিয়া শাসন করছে। আসাদের ভাই লেফটেন্যান্ট কর্নেল মাহের আল আসাদ সিরিয়ার আর্মির ৪র্থ ডিভিশনের প্রধান। এই ডিভিশন রাজধানী দামেস্কের নিরপত্তার কাজে নিয়োজিত। তিনি এলিট বিপাবলিকান গার্ডও দেখাশুনা করেন।
সিরিয়াতে চলমান সহিংসতা বন্ধের জন্য সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ এবং তুরস্কের চাপের মুখে আছে আসাদ সরকার।
সহিংসতা বন্ধে আরব লিগের পরিকল্পনা মেনে না নিলে সিরিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১