ঢাকা: দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রথম থেকেই সমালোচিত হয়ে আসছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। এবার এই সমস্যার শিকার হয়েছেন ফেসবুকের উদ্ভাবক মার্ক জুকারবার্গ নিজেই।
ফেসবুকের ব্যক্তিগত এবং নিরাপত্তা ব্যবস্থা বারবার পরিবর্তন করার কারণে এর আগেও অবশ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপন তথ্য, ছবি এবং বিভিন্ন কমেন্ট অন্যরা চুরি করে দেখতে পেয়েছেন।
এবার এমন ঝামেলায় পড়লেন স্বয়ং জুকারবার্গ। তার চুরি হওয়া ব্যক্তিগত ছবির মধ্যে বন্ধবীর সঙ্গে একান্তে কিছু ছবিও রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত তথ্য প্রথম প্রকাশ করে শরীরগঠনের একটি ওয়েবসাইট। গত মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ তা বুঝতে পারে। এই সাইটটি নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস করে, ফলে ব্যবহারকারীরা জুকারবার্গের ছবিগুলোতে প্রবেশের অধিকার পেয়ে যায়।
জুকারবার্গের ২৪টিরও বেশি ছবি অনলাইনে দেখা গেছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়াতে নিজের বাসায় তোলা বান্ধবী প্রিসিলা চ্যানের সঙ্গে ঘনিষ্ঠ কিছু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও একটি ছবি রয়েছে।
অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে, রান্না করা অবস্থায়, বন্ধুদের সঙ্গে আড্ডা, পোষা বিড়ালের সঙ্গে খেলা এবং শিশুদের সঙ্গে হলোউইন ক্যান্ডি নিয়ে কিছু ছবি।
এই ঘটনা জানাজানি হওয়ার পর ফেসবুক এক বিবৃতি জানিয়েছে, তারা ফেসবুকের প্রোগ্রামে একটি ভুল (বাগ) ধরতে পেরেছে। এটার কারণে, সম্প্রতি আপলোড করা কারো ছবি অন্য ব্যবহারকারীরা সীমিত আকারে দেখতে পারবে।
খুব শিগগিরই এটা ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সাড়া বিশ্বে বর্তমান ব্যবহারকারী ৮০ কোটির উপরে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১