ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আবারো বোমা বিষ্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, ডিসেম্বর ৭, ২০১১
আফগানিস্তানে আবারো বোমা বিষ্ফোরণে নিহত ১৯

কাবুল: আফগানিস্তানের সহিংসতা পীড়িত দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে এক ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এ নিয়ে গত দুইদিনের সহিংসতায় আফগানিস্তানে কমপক্ষে ৭৮ জন লোক নিহত হলো।



হেলমান্দের প্রাদেশিক নিরাপত্তা বাহিনীর প্রধান মোহাম্মদ ইসমাইল বলেন, বুধবার যাত্রীবাহী একটি ছোট ভ্যান রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলার শিকার হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু ।

তিনি আরো বলেন, এই ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে সাতজন নারী এবং ৫জন শিশু । নিহত নারীদের ৭ জনই একই পরিবারের সদস্য।
দুর্ঘটনায় আহত ৫জন কে ন্যাটো পরিচালিত একটি সেনা ঘাটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রাদেশিক রাজধানী লস্কর-গাহ থেকে বোমা হামলার শিকার  মিনি-ভ্যানটিতে করে যাত্রীরা  প্রদেশটির সাংগিন জেলায় যাচ্ছিল। হেলমান্দ প্রদেশ আফগানিস্তানের সবচেয়ে সংঘাত কবলিত এলাকা বলে পরিচিত।

আফগানিস্তানের অন্যতম অস্থিতিশীল হেলমান্দ প্রদেশের কিছু কিছু এলাকার  নিরাপত্তার দায়িত্ব পর্যায়ক্রমে ন্যাটো বাহিনীর হাত থেকে আফগান নিরাপত্তা বাহিনীর হাতে স্থানান্তরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

গত মঙ্গলবার আশুরার দিনে কাবুল এবং মাজার-ই-শরীফে দুটি পৃথক ঘটনায় ৫৯ জন বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়ার একদিন পরই এই মর্মান্তিক ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ২১৫৩ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।