বেইজিং: জাপানে শিশুদের গুড়োদুধে তেজষ্ক্রিয় সিজিয়াম মৌলের অস্তিত্ব পাওয়া গেছে।
শিশুখাদ্য প্রস্তুতকারী কোম্পানি মেইজি’র গুড়োদুধে সিজিয়াম সনাক্ত হওয়ার পর বাজার থেকে ৪ লাখ ক্যান প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে তারা।
এদিকে এই ঘোষণার পরই টোকিওতে বুধবার সকালে কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ পড়ে গেছে।
মেইজি কোম্পানির দুধ শুধু অভ্যন্তরীণ বাজারেই বিক্রি হয়। এর বাজার মূলত টোকিওর উত্তরে সেইতামা প্রশাসনিক এলাকা।
এই কোম্পানির কারখানাটি সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ২০০ মাইলের মধ্যে অবস্থিত।
মেইজি জানিয়েছে, রাসায়নিক পরীক্ষায় তাদের প্রতি কেজি গুড়োদুধে সর্বোচ্চ ৩০ দশমিক ৮ বেকেরেল সিজিয়াম পাওয়া গেছে।
অবশ্য এই মাত্রা জাপান সরকার নির্ধারিত মাত্রার চেয়ে কম। তবুও সতর্কতার খাতিরে বাজার থেকে সব দুধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পর এই প্রথম দুধে তেজষ্ক্রিয় সিজিয়াম সনাক্ত করা হল। তবে এর আগে গত আগস্ট এবং সেপ্টেম্বরে একই কারণে যথাক্রমে মাংস এবং চাল জাপান থেকে বাইরে রপ্তানি নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১