ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৫০ ওয়েবসাইট বন্ধ করলো এফবিআই

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, ডিসেম্বর ৭, ২০১১

ঢাকা: নকল ও ভেজাল পণ্য বিক্রির সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফেডারেল কর্তৃপক্ষ ১৫০টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। এসব ওয়েবসাইটের সাথে জড়িতদের ব্যাপারে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টসহ বিভিন্ন সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে।



প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব ওয়েবসাইটের ডোমেইন রেজিস্ট্রেশন যুক্তরাষ্ট্র থেকে করা হলেও এগুলো পরিচালিত হচ্ছিল চীন থেকে এবং বিশ্ববিখ্যাত পণ্যসমূহের দুই নম্বর তথা নকল সামগ্রী সরবরাহ করে ক্রেতা সাধারণকে ঠকানো হচ্ছিল সুপরিকল্পিতভাবে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের পরিচালক জন মর্টন এবং অ্যাসিস্ট্যান্ট ইউএস এটর্নি ল্যানি এ বিউয়ার  যৌথভাবে ঘোষণা করেছেন, ইমিগ্রেশন এবং এফবিআই টানা তিন মাসের তদন্ত শেষে ১৫০টি ওয়েবসাইটকে অভিযুক্ত করেছে।

আরও জানানো হয়, ২০১০ সালের জুন থেকে এ যাবত মোট ৩৫০টি ওয়েবসাইটের  ডোমেইন বন্ধ করা হলো নানা অপকর্মে লিপ্ত থাকার দায়ে। জন মর্টন বলেছেন, এটর্নি গুরুতর অপরাধের সামিল।

নকল পণ্য বিক্রির মাধ্যমে বিপুল আমেরিকানকে ঠকিয়েছে তারা। এখন যদি কেউ ওইসব ওয়েবসাইট ভ্রমণ করতে চান তাহলে ফেডারেল কর্তৃপক্ষের নোটিশ দেখতে পাবেন।

জানা গেছে, এ বছরের গোড়ার দিকে এ ধরণের অপকর্মে লিপ্ত থাকার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয় ভার্জিনিয়া থেকে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।