বেইজিং: প্রযুক্তিপণ্য উৎপাদনে শীর্ষস্থানীয় কোম্পানি অ্যাপল চীনে আইপ্যাডের ট্রেডমার্ক ব্যবহার সংক্রান্ত মামলায় হেরে গেছে।
আইপ্যাডের ট্রেডমার্ক ব্যবহার করার অভিযোগে চীনের একটি স্থানীয় কোম্পানির বিরুদ্ধে মামলা করে অ্যাপল।
এখন চীনের বাজারে আইপ্যাড বেচতে হলে অ্যাপলকে হয় অন্য নামে বেচতে হবে নতুবা ১৬০ কোটি ডলার দিয়ে ওই ট্রেডমার্ক কিনে নিতে হবে।
তবে আদালতের রায় কার্যত চীনা কোম্পানির কাছ থেকে ট্রেডমার্ক কিনে নেওয়ার জন্য অ্যাপলকে এক প্রকার বাধ্য করেছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনের মিউনিসিপ্যাল ইন্টামেডিয়েট পিপলস কোর্টে প্রোভিউ টেকনোলজি নামে একটি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে অ্যাপল। তবে এ সপ্তাহের প্রথম দিকে অভিযোগ খারিজ করে দেয় আদালত।
প্রোভিউ টেকনোলজি হংকং ভিত্তিক প্রোভিউ ইন্টারন্যাশনাল হোল্ডিংস লি. এর একটি শাখা প্রতিষ্ঠান। তাইওয়ানের রাজধানী
তাইপেইতে এর একটি শাখা রয়েছে।
কোম্পানিটি আদালতে জানায়, প্রোভিউ তাইপেই ২০০০ সালে কয়েকটি দেশ এবং অঞ্চলের জন্য আইপ্যাড ট্রেডমার্কের নিবন্ধন করে। ২০০১ সালে প্রোভিউ শেনঝেন চীনের মূল ভূখণ্ডের জন্য আইপ্যাড ট্রেডমার্ক নিবন্ধন করে। যা আইপ্যাড ট্যাবলেট বাজারে আসার অনেক আগে।
চীনের বাজারে আইপ্যাড আসে গত সেপ্টেম্বরে।
প্রোভিউ তাইপেই’র কাছ থেকে অ্যাপল ৫৪ হাজার ৬১৬ ডলারের বিনিময়ে আইপ্যাড ট্রেডমার্ক ব্যবহারের অধিকার কেনে ২০০৯ সালে।
কিন্তু প্রোভিউ শেনঝেন চীনের মূল ভূখণ্ডের মধ্যে তাদের অধিকার সংরক্ষণ করে। তখন থেকেই এই দুই কোম্পারি মধ্যে আইনি লড়াই চলছিল।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১