ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে অস্ট্রেলীয়কে বেত্রাঘাত এবং কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, ডিসেম্বর ৭, ২০১১
সৌদি আরবে অস্ট্রেলীয়কে বেত্রাঘাত এবং কারাদণ্ড

রিয়াদ: সৌদি আরবের আদালত অস্ট্রেলিয়ার এক নাগরিককে ধর্ম অবমাননার অভিযোগে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ বেত্রাঘাতের দণ্ড দিয়েছেন। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।



কর্তৃপক্ষ জানায়, ৪৫ বছর বয়সী মনসুর আলমারিব গত ১৪ নভেম্বর হজ্জ পালনের জন্য মদীনা শহরে থাকা অবস্থায় গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসলামের নবী মোহাম্মদ (সা:) এর সাহাবীদের প্রতি অপমানজনক কথা বলেছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিভাগ জানায়, মনসুরকে গত মঙ্গলবার দণ্ড দেওয়া হয়। পরে সৌদি আরবে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সৌদি কর্তৃপক্ষের কাছে তার দণ্ড লাঘবের অনুরোধ করেন।

অস্ট্রেলিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মনসুর আলমারিবকে প্রথমে দুই বছর জেল দেওয়া হয়েছিল। পরে  তা কমিয়ে এক বছর করা হয়।

এর আগে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম জানায়, পাচঁ সন্তানের জনক এই ব্যক্তি বিচারের সময় আইনজীবী নিযুক্ত করতে পারেননি। এছাড়া তিনি বহুমূত্র এবং হৃদরোগে ভুগছেন এবং তার স্বাস্থ্য বর্তমানে ঝুঁকির মুখে।
 
মনসুরের বড় ছেলে জামাল সংবাদ মাধ্যমকে জানান, তার বাবা একটি দলের সঙ্গে হজ্জের আনুষ্ঠানিকতা পালনের সময় সৌদি ধর্মীয় পুলিশ বিনা কারণে তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।