টোকিও(জাপান): বিশ্বের সবচেয়ে বেশি বয়সের জীবিত কুকুর হিসেবে গিনেজ বুক অব ওয়ার্লড রেকর্ড এর স্বীকৃতি প্রাপ্ত কুকুর ২৬ বছর বয়সে জাপানে তার মনিবের বাড়িতে মারা গেছে।
পুসুকা নামের শংকর জাতের এই পুরুষ কুকুরটি সোমবার বিকেলের দিকে জাপানের তোচিগি অঞ্চলের সাকুরা শহরে ২৬ বছর ৯ মাস বয়সে মারা যায়।
কুকুরের গড় আয়ু মানুষের আয়ুর সঙ্গে তুলনা করলে পুসুকার বয়স হত ১২৫ বছরের বেশী।
পুসুকা নামের কুকুরটির মালিক ইউমিকা শিনোহারা বলেন, পুসুকার খাদ্যাভ্যাসে কোন অসঙ্গতি ছিলনা। সে প্রতিদিনের অভ্যাসমত সকালে ঘুম থেকে জেগে উঠত এবং বিকেলে নিয়মিত তার সঙ্গে হাটতে বের হত। কিন্তু সোমবার সকালে পুসুকা হঠাৎ করে খাবার খেতে চায় না । এসময় তার নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
ইউমিকা শিনোহারা বলেন, তিনি বিকেলের দিকে কর্মস্থল থেকে বাড়িতে ফেরত আসার ৫ মিনিট পরই পুসুকা মারা যায়।
মিস শিনোহারা বলেন, তার ধারণা মৃত্যুর আগে শেষ বারের মত তাকে দেখতেই পুসুকা তার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করছিল।
৪২ বছর বয়সী এই জাপানি গৃহবধূ জীবিত থাকা অবস্থায় তাকে অনেক সুন্দর সময় উপহার দেওয়ার জন্য পুসুকাকে ধন্যবাদ দেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে গিনেজ কর্তৃপক্ষ পুসুকাকে বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত কুকুর হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশ সময়:২১১০ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১১