ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিংফিসার এবং এয়ার ইন্ডিয়ার ব্যাংক হিসাব জব্দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, ডিসেম্বর ৮, ২০১১
কিংফিসার এবং এয়ার ইন্ডিয়ার ব্যাংক হিসাব জব্দ

মুম্বাই: ভারতের এয়ার ইন্ডিয়া এবং কিংফিসার এয়ারলাইনসের ব্যাংক হিসাব জব্দ করেছে সেবা কর বিভাগ। যাত্রীদের কাছ থেকে সেবা কর নিলেও এই দুই প্রতিষ্ঠান কর বিভাগে সেবা কর জমা দিচ্ছে না বলে সেবা কর বিভাগ কর্তৃপক্ষ জানায়।



সেবা কর বিভাগের কমিশনার সুশীল সোলাঙ্কি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সেবা কর জমা না দেওয়ার কারণে ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ ব্যবস্থাপনা আইন ১৯৯৪ এর ৮৭ নম্বর ধারা অনুযায়ী গত পাঁচ দিনে এয়ার ইন্ডিয়ার ৬টি এবং কিংফিসার এয়ারল‍াইনসের ৭টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যাংকগুলোকেও বলা হয়েছে কর বিভাগের অনুমতি ব্যাতীত তারা যেন এই দুই প্রতিষ্ঠানের কোনো চেক ক্যাশ না করে। ’

সোলাঙ্কির মতে, কর দেওয়ার জন্য ওই দুই প্রতিষ্ঠানকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে কর জমা দিতে ব্যর্থ হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে এই দুই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব দুই দিনের জন্য জব্দ কর‍া হয়েছিল। তখন কিংফিসার কর্তৃপক্ষের দ্রুত কর জমা দেওয়ার আশ্বাসের ভিত্তিতে ব্যাংক হিসাব উন্মুক্ত করে দেওয়া হয়। ’

তিনি আরও বলেন, ‘কিংফিসার নভেম্বরের ৩০ তারিখ করের প্রথম কিস্তিতে দশ কোটি রুপি জমা দেয়। এরপর ডিসেম্বরে এবং ২০১২ সালের জানুয়ারিতে আরও দুইটি কিস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু তারা প্রথম কিস্তি দিতেই ব্যর্থ হয়। ’

এবিষয়ে কিংফিসার ও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।