ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাস ভেগাসে পর্যটক কপ্টার বিধ্বস্ত: নিহত পাঁচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, ডিসেম্বর ৮, ২০১১
লাস ভেগাসে পর্যটক কপ্টার বিধ্বস্ত: নিহত পাঁচ

লাস ভেগাস: লাস ভেগাসের নেভাদায় একটি পর্যটক কপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ জন মারা গিয়েছে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং একজন প‍াইলট বলে জানায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস বিভাগের মুখপাত্র।



মুখপাত্র অ্যান্ড্রু মুনজ একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, ‘স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে কপ্টারটি পশ্চিমের লেক মেড ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়ায় বিধ্বস্ত হয়। ঠিক কি কারণে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনও জানা যায়নি। আবহাওয়া জনিত কোনো সমস্যা ছিল না। ’

দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় সন্ধ্যে সাতটা নাগাদ উদ্ধার কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।