ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘আমি সেনাবাহিনীকে হত্যার আদেশ দেইনি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, ডিসেম্বর ৮, ২০১১
‘আমি সেনাবাহিনীকে হত্যার আদেশ দেইনি’

দামেস্ক: সিরিয়ায় সেনাবাহিনী প্রয়োগ করে অভূত্থান দমনের কথা অস্বীকার করলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সম্প্রচার কেন্দ্রের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সেনাবাহিনীকে হত্যা অথবা বর্বরোচিত হামলার  জন্য কোনো আদেশ দেইনি।

তারা আমার বাহিনী নয়। ’

তিনি আরও বলেন, ‘সরকারের রয়েছে সামরিক শক্তি। আমি তাদের নিয়ন্ত্রন করি না। কারণ আমি প্রেসিডেন্ট। বিশ্বের কোনো সরকারই জনগণকে হত্যা করে না। যদি হয় তবে সেটা কিছু অত্যুৎসাহী মানুষের কারণে। ’

তবে প্রাতিষ্ঠানিকভাবে সিরিয়ার স্বশস্ত্র বাহিনীর কমান্ডার হলেন প্রেসিডেন্ট আসাদ। আর এই স্বশস্ত্র বাহিনীই ট্যাংক,ভারি অস্ত্র, স্নাইপার নিয়ে অভ্যুত্থান থামাতে জনগণের ওপর ঝাপিয়ে পড়েছিল।

স্বাক্ষাৎকারের পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আসাদ একটা বিষয় পরিষ্কার করার চেষ্টা করছেন যে তার কোনো নিজস্ব মিলিশিয়া বাহিনী নেই। ’

জাতিসংঘের মতে, সিরিয়ায় বিগত আট মাসে সরকারি বাহিনীর হাতে চার হাজার বেসামরিক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।