ব্যাংকক: রাজা ভূমিবলকে অবমাননার দায়ে এক মার্কিন ব্লগারকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত।
ওই ব্লগারের বিরুদ্ধে অভিযোগ, রাজা ভূমিবলের ওপর লিখিত নিষিদ্ধ ঘোষিত একটি জীবনীর সারমর্ম অনুবাদ করে ইন্টারনেটে ছেড়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর অধিবাসী জো গর্ডন নামের ওই ব্লগারের জন্ম থাইল্যান্ডে। কিন্তু তার থাইল্যান্ডের নাগরিকত্ব নেই। তিনি ব্লগটি লিখেছেন যুক্তরাষ্ট্র থেকেই।
গর্ডন আদালতে দোষ স্বীকার করেছেন। গত অক্টোবরে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়।
বৃহস্পতিবার ব্যাংককের একটি অপরাধ আদালতের বিচারক রায় ঘোষণার সময় বলেন, গর্ডন দোষী সাব্যস্ত হয়েছেন। এই অপরাধে আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিতে পারত কিন্তু দোষ স্বীকার করায় শাস্তি কমিয়ে অর্ধেক করা হল।
অভিযোগ পড়ে শোনানোর আগে গর্ডন সাংবাদিকদের বলেন, তিনি থাইল্যান্ডের নাগরিক নন। তিনি একজন আমেরিকান । থাইল্যান্ডের আইনে স্বাধীনভাবে মত প্রকাশ করলে আইনের মুখোমুখি হতে হয় কিন্তু আমেরিকায় এ রকম হয় না।
গত মে তে চিকিৎসার জন্য থাইল্যান্ড এলে গর্ডনকে গ্রেপ্তার করা হয়। প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও বার বার জামিনের আবেদন করেও না পাওয়ায় বাধ্য হয়ে দোষ স্বীকার করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১১