ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আটককৃত ড্রোন বিমান প্রদর্শন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ডিসেম্বর ৯, ২০১১
আটককৃত ড্রোন বিমান প্রদর্শন করলো ইরান

তেহরান: আটককৃত যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিমান প্রদর্শন করেছে ইরান। এক ভিডিও চিত্রের মাধ্যমে দেশটির টেলিভিশনে ওই ড্রোন বিমানটিকে দেখানো হয়।



ইরান সরকারের দাবি, ড্রোন বিমানটি আফগান সীমান্ত থেকে ১৪০ মাইল দূরে ভূপাতিত হয়।

ভিডিও চিত্রে দেখা যায়, ইরান কর্তৃপক্ষ আরকিউ-১৭০ নেসটিনেল স্টিলথ বিমানটিকে পরীক্ষা করে দেখছেন। বিমানটিকে সম্পূর্ণ অক্ষতই দেখা যায় এসময়।

যুক্তরাষ্ট্র প্রশাসন বিমান হারানোর সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ভূপাতিত হয়েছে বলেও তারা দাবি করে। যদিও ইরানের দাবি, তাদের বাহিনী তরিৎপ্রবাহের মাধ্যমে ড্রোন বিমানটি ছিনতাই করেছে।

ইরানের টেলিভিশন জানায়, ইরানের সেনাবাহিনীর ‘ইলেকট্রনিক ওয়াফেয়ার গার্ডস’ ডিসেম্বরের ৪ তারিখ কাশমার শহরের ওপর থেকে ড্রোন বিমানটি উড়ে যাওয়া অবস্থায় ছিনতাই করে। ’

ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ সংবাদ মাধ্যমকে জানান, ‘ড্রোন বিমানটি আমাদের ফাঁদে এসে পড়ে। আর তখনই নূণ্যতম ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা বিমানটিকে আটক করি। ’

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।