ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসিফ আলী জারদারির স্ট্রোক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, ডিসেম্বর ৯, ২০১১
আসিফ আলী জারদারির স্ট্রোক

ইসলামাবাদ: স্ট্রোক হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির। স্টোকের কারণে তার মস্তিস্কে রক্তক্ষরণসহ মুখমন্ডলের বেশ কিছু অংশ পক্ষাঘাতগ্রস্থ হয়েছে।



দুবাইয়ে চিকিৎসা চলাকালীন সময়ে তার এই স্ট্রোক হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম সূত্র জানায়।

পাকিস্তানের একটি গণমাধ্যম জানায়, যদিও আসিফ আলী জারদারির শারিরীক অবস্থা এখন বিপদমুক্ত। তার মস্তিস্কের রক্তক্ষরণ বন্ধ হয়ে গিয়েছে। ধারাবাহিক চিকিৎসার ফলে তিনি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন বলেও গণমাধ্যমটি জানায়।
 
সূত্র মতে, জারদারিকে জরুরীভিত্তিতে আরও ভালো চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে।
 
তবে জারদারির পার্টি এবং সরকারি কর্তৃপক্ষ থেকে জারদারির স্ট্রোকের ব্যাপারে একন পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।