গাজা: ইসরায়েল-গাজা সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও বিমান হামলায় অপর ১৩ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার গাজায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তবে ওই ঘটনায় ইসরায়েল দাবি করছে তারা দুই জঙ্গিকে হত্যা করতেই ওই হামলা চালিয়েছিল।
শুক্রবার সকালের হামলা প্রসঙ্গে ফিলিস্তিনি এক ডাক্তার জানান, ইসরায়েলি বিমান হামাসের একটি ট্রেনিং শিবিরে হামলা চালিয়েছে। হামলায় একটি বাড়িসহ ১৩ জন আহত হয়েছেন। হামলার তাৎক্ষনিকতায় একজন ফিলিস্তিনি মারা যায়। আহতের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
হামাসের একজন মুখপাত্র জানায়, এধরনের বিমান হামলা অপরাধের সামিল। ইসরায়েল এই অঞ্চলে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করুক তা চায়।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১