করাচি: শুক্রবার করাচিতে এক শক্তিশালী বোমা হামলায় তিনজন সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছেন। রাস্তার পাশে পুতে রাখা বোমার আঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় করাচি পুলিশ কর্তৃপক্ষ।
সিন্ধের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র শরাফউদ্দিন মেমন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘দূরনিয়ন্ত্রিত বোমার মাধ্যমে ওই তিন সেনাকে নিহত এবং চারজনকে আহত করা হয়েছে। ’
এই ঘটনার দায়-দায়িত্ব এখন পর্যন্ত কোনো পক্ষই স্বীকার করেনি।
ঘটনাস্থল নিকটবর্তী একটি সরকারি অফিসের বেয়ারা মোহাম্মদ সালিম বলেন, গাড়ির ভেতর থাকা সৈনিকদের বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়তে দেখি আমি। বিকট শব্দ করে বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ছূটে যাই একজন সৈনিকের কাছে। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। চারদিকেই শুধু রক্ত আর রক্ত।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১