ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়াতে গ্যালাক্সি ট্যাব বিক্রি করবে স্যামসাং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, ডিসেম্বর ৯, ২০১১
অস্ট্রেলিয়াতে গ্যালাক্সি ট্যাব বিক্রি করবে স্যামসাং

সিডনি: স্যামসাং গ্যালাক্সি ট্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয় আদালত। আর তাই বড়দিনকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বাজারে গ্যালাক্সি ট্যাব বিক্রি শুরু করছে স্যামসাং।



এর আগে অ্যাপল দাবি করে যে, স্যামসাং আইফোন এবং আইপ্যাড নকল করে গ্যালাক্সি ট্যাব বানিয়েছে। আর এই দাবির ফলে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব বিক্রি নিষিদ্ধ ছিল। গত জুলাই থেকেই দক্ষিণ কোরিয় স্যামসাং কোম্পানি অস্ট্রেলিয়াতে ট্যাব বিক্রি করতে পারেনি।

গত এপ্রিল থেকে বিশ্বের দশটিরও বেশি দেশে এই দুইটি কোম্পানি আইনি যুদ্ধ চালাচ্ছে। গতমাসে সাময়িক নিষেধাজ্ঞার পক্ষে করা অ্যাপলের মামলায় জিতে যায় স্যামসাং। যদিও অ্যাপল উচ্চ আদালত পর্যন্ত যাবে বলে ঘোষণা দিয়েছে।

এমন একটা সময়েই স্যামসাং ট্যাব বিক্রি করার অনুমতি পেল যখন খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে। আর তাই ধারণা করা হচ্ছে গ্যালাক্সি ট্যাব ১০.১ নিয়ে আগামী বেশ কিছুদিন বেশ ব্যবসাবহুলই কাটবে স্যামসাং কোম্পানির।

যুক্তরাষ্ট্রের আদালতে করা অ্যাপলের মামলায়ও জিতে যায় স্যামসাং। কিন্তু পরবর্তীতে অ্যাপল আবারও উচ্চ আদালতে আপিল করে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।